E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরেণে গোপালগঞ্জে স্মরণসভা

২০২৪ নভেম্বর ২৭ ১৫:১৩:৩৫
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরেণে গোপালগঞ্জে স্মরণসভা

গোপালগঞ্জ প্রতিনিধি : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরেণে  গোপালগঞ্জে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯ টায় সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক ‍মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মন্ডল, আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. জীবিতেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশসক (শিক্ষা ও আইসটি) মিজ সালমা পারভীন, শহিদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ, আহত আরিফ মোঃ কিবরিয়ার খালা মিস মিনা আক্তার, গোপালগঞ্জ জেলার ছাত্র সম্বয়ক মোহাম্মদ আলী ত্বহা, জসিম উদ্দিন সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, শহিদের আত্মদান ব্যর্থ হবে না । সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমারা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।

আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি জন্য করা হয় প্রার্থনা।
পরে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

(এমএস/এএস/নভেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test