E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পাশে জেলা প্রশাসন

২০২৪ নভেম্বর ২৬ ২১:৪৭:৫৪
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের পাশে জেলা প্রশাসন

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে সভা এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে এই স্মরণসভা ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত শামিমা খন্দকার, জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ছাত্র প্রতিনিধি আবজাল হোসেন, ফখরুল ইসলাম ও উপস্বাস্থ্য প্রতিনিধি মোঃ হাসান সজিব।

স্মরণসভা শেষে অতিথিরা জুলাই-আগস্টে আহতদের মধ্যে চিকিৎসা খাতে প্রথম ধাপে ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৯৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

(একে/এএস/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test