E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

২০২৪ নভেম্বর ২৬ ১৯:৪৪:৪২
চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

টাঙ্গাইল প্রতিনিধি : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং দ্রুত মুক্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। 

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল নিয়ে শহরের বিশেষ সড়ক প্রদক্ষিন করে বড়কালিবাড়ী গিয়ে শেষ হয়।

এর আগে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব দত্ত পল্টন, হিন্দু সনাতনী জাগরনী মঞ্জ টাঙ্গাইলের সমন্বয়ক অভিজিৎ গৌড়, হিন্দু ছাত্র মহাজোট টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শোভন সরকার প্রমুখ। এসময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিপ্লব দত্ত পল্টন বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে গ্রেপ্তার করে ডিবির গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তারি প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমারা টাঙ্গাইলে অবস্থান করছি। আমাদের যৌক্তিক দাবি চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে হবে। বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো এর তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।

(এসএম/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test