E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিএসপিআই’র আলোচনা সভা

২০২৪ নভেম্বর ২৬ ১৮:৫০:৪৩
কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিএসপিআই’র আলোচনা সভা

রিপন মারমা, রাঙ্গামাটি : গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কর্মসূচীর আওতায় রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

তারুণ্যনির্ভর বাংলাদেশ বির্ণামাণে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষ্যে এই বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিসান বিন মাজেদ।

এসময় তিনি বলেন, একটি সমৃদ্ধিশালী রাষ্ট্র গঠনে তরুনদেরকে এগিয়ে আসতে হবে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে আগামীতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বিষয়ের উপর ধারণাপত্র উপস্থাপন করেন বিএসপিআই এর সিভিল বিভাগের চীফ ইনস্ট্রাক্টর ড: মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো দেলোয়ার হোসেন।

(আরএম/এসপি/নভেম্বর ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test