E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে’

২০২৪ নভেম্বর ২৩ ১৮:৫৭:৫৬
‘নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক এম এম আকাশ বলেছেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য পেশী শক্তি রোধ, অর্থের ঝনঝনানি ও প্রশাসনকে নিরোপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে অংশ গ্রহণকারি দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে এমপি নির্বাচনের বিধান করতে হবে।

প্রধান উপদেষ্টার প্রতি এই আহবান জানিয়ে তিনি বলেন, তবেই জাতীয় সংসদ গনমানুষের আস্থার প্রতীকে পরিনত হবে। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর গণমানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টির সারা দেশে কাজ করছে।

আজ শনিবার দুপুরে বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ দিবসে ‘গণঅভ্যুন্থান ও গণচেতনা বিষষ ভিত্তিক আলোচনা সভায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এম আকাশ একথা বলেন।

বাগেরহাট জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নূর আলম শেখ, তুষার কান্তি দাস, জেলা যুবদলের সাবেক সাধারন সস্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেনী পেশার নের্তৃবৃন্দ এই আলোচনা সভায় বক্তব্য রাখেন।

(এসএস/এসপি/নভেম্বর ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test