E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাটশ হরিপুরের নতুন সূর্য্য শিক্ষা নিকেতনে গ্রামীণ মেলা ‘পিঠা উৎসব’

২০২৪ নভেম্বর ২২ ২৩:৪৫:৪৯
হাটশ হরিপুরের নতুন সূর্য্য শিক্ষা নিকেতনে গ্রামীণ মেলা ‘পিঠা উৎসব’

মো: মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নতুন সূর্য্য শিক্ষা নিকেতনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবারুণ সংঘের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং নতুন সূর্য্য শিক্ষা নিকেতনের শিশু শ্রেণীর কচিকাঁচার আসর এর শুভ উদ্বোধন উপলক্ষে দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার সময় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব অনুষ্ঠানে হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুস্তাক হোসেন মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাহিদ ফাউন্ডেশন কুষ্টিয়ার চেয়ারম্যান জাহিদুল ইসলাম। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের মীর ফিরোজা বুলবুল, জেলা বাস মিনিবাস মালিক মটর শ্রমিক ইউনিয়নের চেয়ারম্যান সভাপতি মাহাবুল আলম, হাটশ হরিপুর ইউনিয়ন নবারুণ সংঘের সভাপতি ও নতুন সূর্য্য শিক্ষা নিকেতনের নির্বাহী পরিচালক দেলোয়ার হোসেন দুলাল, নতুন সূর্য্য শিক্ষা নিকেতন পরিচালনা পরিষদের সভাপতি আহম্মদ আলী আমোদ, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, হাটশ হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরিফুল ইসলাম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল শাখার আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য মারুফ হাসান পিয়াস আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নতুন সূর্য্য শিক্ষা নিকেতন মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক লিটনুর রহমান লিটন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে নতুন সূর্য্য শিক্ষা নিকেতনের শিশু শ্রেণীর কচিকাঁচার আসর এর শুভ উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দরা পিঠা উৎসবের সকল স্টল পরিদর্শন করেন। পিঠা উৎসবে ২০টি স্টল বসেছে। পিঠা উৎসবকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবে পরিণত হয়।

ইউনিয়নের সকল ধরনের মানুষকে এই পিঠা উৎসব পরিদর্শন করতে দেখা যায়। শনিবার রাত ৯টা পর্যন্ত এ পিঠা উৎসব চলবে।

(এমএজে/এএস/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test