‘ম্যানেজ’ করে একসঙ্গে ২ স্বামীর সংসার
একে আজাদ, রাজবাড়ী : এ যেন সিনেমার গল্পকেও হার মানিয়েছে। প্রথম স্বামীর সঙ্গে সংসার করতে করতেই বসেন দ্বিতীয় বিয়ের পিঁড়িতে। অধিকার থেকে বঞ্চিত করেননি দুই স্বামীর কাউকেই। গোপনে মন জয় করে চলেছিলেন দুই স্বামীরই। প্রায় দুই বছর দুই স্বামীর সংসার করার পর অবশেষে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চার বছরের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৭ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে হলফ নামার মাধ্যমে গোপনে বিয়ে করেন রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখ ও আলীপুর গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার মেয়ে জান্নাতুল ফেরদৌস। বাবা, মা ও ভাই প্রবাসে থাকায় বাবার বাড়িতে একাই থাকতেন জান্নাতুল। সেখানে যাতায়াত করতেন স্বামী সাগর শেখ। সংসার জীবন ভালোই চলছিল এ দম্পতির।
হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুরবাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এরই মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। এদিকে স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেওয়ায় শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী।
প্রথম স্বামী সাগরের দাবি, প্রায় দুই বছর ধরে তার সঙ্গেও স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় তার বোনের বাসাসহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন তারা। চলতি মাসের ২ নভেম্বর তারা একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন বলেও দাবি করেন সাগর।
তবে দুই সপ্তাহ আগে স্ত্রীর সঙ্গে দ্বিতীয় স্বামীর ঘনিষ্ঠতার বিষয়ে জানতে পারেন সাগর। আর এতেই বাঁধে বিপত্তি। তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন জান্নাতুল। এখন দ্বিতীয় স্বামী নিয়েই সংসার করতে আগ্রহী তিনি। বাধ্য হয়ে স্ত্রীকে ফিরে পেতে স্থানীয় ইউনিয়ন পরিষদে অভিযোগ দায়েরের পাশাপাশি আদালতে মামলা করেছেন সাগর।
সাগর শেখ বলেন, জান্নাতুল ও আমার বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানতো। বিয়ের পর আমাদের সংসার জীবন ভালোই কাটছিল। তবে হঠাৎ করে জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় তাদের বাড়িতে আমার যাতায়াত বন্ধ হয়ে যায়। আমাদের বিয়ের চার মাসের মাথায় আমি ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ীর বাইরে যাই। কাজ থেকে এসে শুনি আমার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছে। আমি আমার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, ‘পরিবারের চাপে বিয়ে করেছি। ওই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকব। আমার আম্মু দেশে ফিরলে আমি তোমার কাছে চলে আসব।’
সাগর বলেন, আমি জান্নাতুলদের বাড়ি যাতায়াত করতে না পারার কারণে বিভিন্ন সময় আমরা রাজবাড়ী শহরে আমার বোনের বাসায় ঘনিষ্ঠ সময় কাটাতাম। ওকে কলেজে আনা-নেওয়াসহ সবকিছু আমিই করতাম। এমনকি গত ২ নভেম্বরও আমরা আমার বোনের বাসায় আমাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী পালন করেছি। তবে বিবাহবার্ষিকী পালনের দুইদিন পরে আমি জানতে পারি জান্নাতুলের সাথে ওই ছেলের (দ্বিতীয় স্বামীর) ঘনিষ্ঠ সম্পর্ক চলছে। ওই ছেলে নিয়মিত জান্নাতুলের বাবার বাড়িতে এসে তার সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছে। এ বিষয়ে আমি জান্নাতুলকে প্রশ্ন করলে সে আমাকে গালাগালি করে যোগাযোগ বন্ধ করে দেয়। এক পর্যায়ে সে আমার সঙ্গে সংসার করবে না বলেও জানায়।
তিনি বলেন, সম্প্রতি জান্নাতুলের মা প্রবাস থেকে দেশে ফিরেছে। তিনিও এখন আমাকে মেয়ের জামাই হিসেবে অস্বীকার করছে। অথচ তার মেয়ের সাথে আমার প্রেম থেকে শুরু করে বিয়ে পর্যন্ত সবকিছুই তিনি জানতেন। এখন বাধ্য হয়ে আমি আমার স্ত্রীকে ফিরে পেতে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত ১১ নভেম্বর লিখিত অভিযোগ করেছি। এছাড়া ১৭ নভেম্বর রাজবাড়ীর বিজ্ঞ ১ নম্বর আমলি আদালতে মামলা করেছি।
সাগর আরও বলেন, আমাকে ডিভোর্স না দিয়ে অন্য আরেকজনকে বিয়ে করে আমার সাথে প্রতারণা করেছে জান্নাতুল। সে আমাকেও ম্যানেজ করে চলেছে, একইভাবে তার দ্বিতীয় স্বামীকেও ম্যানেজ করে চলেছে। এটা আইন ও ধর্মীয় দুই দিক থেকেই অপরাধ। এছাড়া আমি এ পর্যন্ত আমার স্ত্রীর পেছনে ২৫ থেকে ৩০ লাখ টাকা ব্যয় করেছি। তারপরও আমি আমার স্ত্রীকে ফেরত চাই। তাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি।
এদিকে, বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন। সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না।
জান্নাতুলের দ্বিতীয় স্বামীর বাবা বলেন, কোনো এক সূত্রে আমার শ্বশুর জান্নাতুলদের বাড়িতে বেড়াতে গিয়ে তাকে পছন্দ করে। পরে আমি গিয়ে তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে বিয়ের দিন ধার্য হয়। বিয়ের আগের দিন সাগর নামে এক ছেলে আমার ছেলেকে ফোন করে বলে জান্নাতুলের সাথে তার প্রেমের সম্পর্ক আছে। সে জান্নাতুলের সাথে নিজের একটি ছবিও আমার ছেলেকে পাঠায়। এরপর আমি ওই এলাকায় আমার আত্মীয়দের কাছে খোঁজ নিয়ে জানতে পারি জান্নাতুলের সাথে সাগরের কোনো সম্পর্ক ছিল না। এছাড়া জান্নাতুলকেও আমি সরাসরি প্রশ্ন করলে সেও সম্পর্কের বিষয়টি অস্বীকার করে। পরে ঘরোয়া আয়োজনে জান্নাতুলের সাথে আমার ছেলের বিয়ে হয়। এখন সাগর নামে ছেলেটি জান্নাতুলকে তার স্ত্রী হিসেবে দাবি করছে। আমি যতদূর জেনেছি সাগরের স্ত্রী ও সন্তান আছে। এখন বিষয়টি আইনগতভাবেই সমাধান হবে।
তিনি বলেন, সাগর আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই সাগরের সাথে বিয়ের চার মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করে। প্রায় দুই বছর সে চালাকি করে দুই স্বামীর সঙ্গেই সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা-পয়সা নিয়েছে বলেও আমি জানতে পেরেছি। সাগরের অভিযোগের ভিত্তিতে আমি জান্নাতুলের বাবাকে নোটিশের মাধ্যমে ইউনিয়ন পরিষদে ডাকি।
চেয়ারম্যান বলেন, নোটিশ পেয়ে তিনি তার ছোটভাই ও তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামকে সাথে নিয়ে আমার বাড়িতে এসে বলেন, আমি যেন পরিষদে বসে বিষয়টি সমাধান করে দিই। তবে এর ১/২ দিন পরে তিনি জানান, এ বিষয়ে তারা বসতে চান না। আইনগতভাবে তারা বিষয়টি সমাধান করতে চান। পরে আবার তারা বসতে সম্মত হলে জান্নাতুল ও তার বাবা এবং তাদের এলাকার ইউপি সদস্য আবুল কালামসহ পরিষদের অন্য সদস্যদের নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে বসেছিলাম। সাগরও সেখানে ছিল। তবে সেখানে জান্নাতুল বলে দিয়েছে সে কোনোভাবেই সাগরের সাথে সংসার করবে না।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার ছিদ্দিক জানান, ‘সাগর ও জান্নাতুলের বিবাহ বিচ্ছেদ হলে তার নোটিশের কপি আসার কথা ছিল, তবে তা কখনো পাইনি। সাগরের অভিযোগের ভিত্তিতে জান্নাতুলের বাবা ও ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করেছি, কিন্তু জান্নাতুল বলে দিয়েছে সে সাগরের সঙ্গে সংসার করবে না।’
(একে/এসপি/নভেম্বর ২২, ২০২৪)
পাঠকের মতামত:
- ৪ দিনে ভারত থেকে এলো ৪১০ মেট্রিক টন চাল
- ‘জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে’
- ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ৪৫৮ রোগী
- হাটশ হরিপুরের নতুন সূর্য্য শিক্ষা নিকেতনে গ্রামীণ মেলা ‘পিঠা উৎসব’
- আলফাডাঙ্গায় বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা
- পাংশায় পূবালী ব্যাংকের ২ টি মার্চেন্ট POS হস্তান্তর
- দ্বিতীয় ধাপে সাংবাদিকদের সঙ্গে সংস্কার কমিশনের মতবিনিময় শনিবার
- কালুখালীতে জামায়াতের কর্মী ও সহযোগী সমাবেশ
- বিশ্বকাপের টিকিট পেতে আর যত পয়েন্ট দরকার আর্জেন্টিনার
- কবি হিমেল বরকতের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত
- আ.লীগের খোলস পাল্টে বিএনপি শিবিরে একইভাবে চলছে দখলদারি!
- ‘ম্যানেজ’ করে একসঙ্গে ২ স্বামীর সংসার
- রংপুরে সনাতনী জাগরণ জোটের সমাবেশ বানচালের অপপ্রয়াস, ঐক্য পরিষদের ক্ষোভ
- ময়মনসিংহে মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাথে ফেমাস লুব ইন্টারন্যাশনালের মতবিনিময়
- ‘নতুন ইসিদের কথা কম বলে কাজ বেশি করতে হবে’
- ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই’
- দিনাজপুরে নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে ফ্রোজেন ফুড’র উপর প্রশিক্ষণ কর্মশালা শুরু
- ‘তারা বলেছিল আমি সৌদিতে টাকার জন্য এসেছি’
- ঢাকায় বাইডেনের বিশেষ প্রতিনিধি
- ‘ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে’
- ‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে’
- বৃদ্ধ বাবাকে মারধর, অভিমানে আত্মহত্যা
- প্রতিদিন লক্ষ টাকার মাছ বেচাকেনা হয় ঘাটের বাজার মাছের আড়তে
- সৌদি আরব সবসময় বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবে : সৌদি রাষ্ট্রদূত
- গোপালগঞ্জে জেলা বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ
- আমায় ক্ষমা কর পিতা : ১৪
- লাভা মোবাইল ইন্টারন্যাশনালের রিটেইলার মিট অনুষ্ঠিত
- রাজশাহীতে বিএনপির প্রচারণায় ককটেল বিস্ফোরণ
- পিরোজপুরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু
- ‘দেশে সবচেয়ে সস্তা এখন মানুষের জীবন’
- বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, বন্যার আশঙ্কা
- রানার
- মাদারীপুরে গ্রাম পুলিশকে পিটিয়ে হত্যা
- রিয়াজুল ইসলাম রিয়াজ'র ছড়া
- রাবি শিক্ষক রেজাউল হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড
- সুস্থ্য হতে সহযোগিতা চান ক্যান্সারে আক্রান্ত আনিছ
- বড়লেখায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
- বড়লেখায় ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
- প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পাচ্ছেন বাকাল ইউনিয়নে ১২৭৮ দুস্থ পরিবার
- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সম্মেলন
- সুন্দরবনে ২০ কেজি হরিণের মাংসসহ শিকারী আটক
- বইমেলায় তানিম ইশতিয়াকের ‘আমাকে আরোগ্য দেবে একটি হৃদয়’
- ঝালকাঠিতে পরকীয়ার জেরে আ.লীগ নেতা খুন
- ‘মেয়েরা এখন আর খেলার পুতুল নয়’
- গাইড বই কিনতে বাধ্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা