E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাথে ফেমাস লুব ইন্টারন্যাশনালের মতবিনিময়

২০২৪ নভেম্বর ২২ ১৮:৪৩:৫৭
ময়মনসিংহে মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সাথে ফেমাস লুব ইন্টারন্যাশনালের মতবিনিময়

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সাথে ফেমাস লুব ইন্টারন্যাশনাল কোম্পানির মতবিনিময় সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান টমাসের সভাপতিত্বে ও বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেমাস লুব ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ।

প্রধান অতিথির বক্তব্যে ফেমাস লুব ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ফেমাস লুব একটি কোরিয়ান প্রোডাক্ট। বাংলাদেশে এই প্রোডাক্টটি ব্যাপক সুনাম অর্জন করেছে। এটি মর্যাদাপূর্ণ ইঞ্জিন পরিচালনায় ডিটারজেন্ট কম্পোনেন্ট, জ্বালানি খরচ সাশ্রয় করে, শব্দ কমিয়ে দেয়, ইঞ্জিনের সক্ষমতা বৃদ্ধি করে, ধোয়া কমায়, দীর্ঘদিন ইঞ্জিন সচ্ছল থাকে। এই লুব্রিকেন্টস ইঞ্জিনের ভিতরের প্রকৃত পরিশুদ্ধ করে এবং ইঞ্জিন পরিষ্কার রাখে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম। এছাড়াও আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এড. হারুন অর রশিদ, জাতীয় গণতান্ত্রিকফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার মাহাতাব হোসেন আরজু, জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের সহ- সভাপতি শহীদ শেখ, সহ-সভাপতি সেলিম মিয়া, মানিক সরকার, জাহাঙ্গীর ইসলাম সাগর,শহীদুল ইসলাম সহ অন্যান্য প্রমুখ।

আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২০০ জনের মধ্যে বিজয়ী ১০ জনকে ফেমাস লুব ইন্টারন্যাশনাল কোম্পানির প্রোডাক্ট পুরস্কার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মোটরসাইকেল ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন এবং ফেমাস লুব ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ প্রমুখ।

(এনআরকে/এসপি/নভেম্বর ২২, ২০২৪)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test