E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শীঘ্রই দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীদের

২০২৪ নভেম্বর ২১ ১৯:২৪:২৬
শীঘ্রই দাবি না মানলে কঠোর কর্মসূচির হুশিয়ারি ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীদের

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর ম্যাটস শিক্ষার্থীদের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার বাইশ দিনের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা।

সকাল সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত ‌সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে ও সংগঠনের সমন্বয়ক, দেলোয়ার হুসাইন সজিব এর নেতৃত্বে, মুজিব সড়কের এক পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এসময় ম্যাটস শিক্ষার্থীদের এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন, সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর সমন্বয়ক আদনান আহমেদ, ফরিদপুর ম্যাটসের প্রথম বর্ষের শিক্ষার্থী ইয়াসিন, সজীব, শাহরিয়ার, রুবায়েত, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শোয়েবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী আকরামুল ইসলাম প্রমুখ। এসময় তারা ৪ দফা দাবি আদায়ের লক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরককারের দৃষ্টি আকর্ষণ করে তাদের দেওয়া ৪ দফা দাবি মেনে নিয়ে শীঘ্রই প্রজ্ঞাপন জারির আহ্বান জানান ম্যাটস শিক্ষার্থীরা। দাবি না মানলে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

(আরআর/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test