E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

২০২৪ নভেম্বর ২১ ১৯:২২:১০
ফরিদপুরে বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা বারোটায় ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত এবং ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‌ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছীন কবীর, ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এফএম কাইয়ুম জঙ্গি,
সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ,ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীনসহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনের ‌নেতৃবৃন্দ।

সভায় আগামী ‌১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে যেসব কর্মসূচিসমূহ ঘোষণা করা হয় তার মধ্যে- ‌ ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের গণকবরে শ্রদ্ধা, আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে তপোধ্বনির মাধ্যমে দিবসটি শুরু, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে সাতটায় গোয়ালচামটে অবস্থিত স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দশটায় আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১১ টায় জেলা পরিষদের জসিম উদ্দিন হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি।

এছাড়া, ১৬ ডিসেম্বর তিন দিনব্যাপী আম্বিকা ময়দানে বিজয় মেলা অনুষ্ঠিত হবে বলে ওই আলোচনা সভা থেকে জানানো হয়।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test