E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২০২৪ নভেম্বর ২১ ১৮:৫৪:০৮
জামালপুরে দুদকের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে 'তারুণ্যের একতাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ' প্রতিপাদ্যে দুদকের (দুর্নীতি দমন কমিশন) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক মলয় কুমার সাহা।

দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদস্য মুখলেছুর রহমান লিখন, মৌলানা আক্তারুজ্জামান সিদ্দিকী, গৌতম সিংহ সাহা, সরস্বতী রানী রাজভর, দেওয়ানগঞ্জ উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, দুদকের উপসহকারী পরিচালক আতিউর রহমান প্রমুখ।

সভায় বক্তারা পরিবর্তিত বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে দুদক এবং দুপ্রক কমিউনিটির লোকজন সাথে নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে। ২০ বছরে দুদকের অর্জন, ব্যর্থতা এবং চ্যালেঞ্জগুলো নিয়েও আলোচনা করা হয়। দুর্নীতির ঝুঁকিপূর্ণ স্থান ও ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে করার আহ্বান জানানো হয়।

দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন ইস্যুভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন এবং দুর্নীতিবাজদের তথ্য দিয়ে দুদককে সহায়তা করার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান দুদক পরিচালক মলয় কুমার সাহা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(আরআর/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test