E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শরণখোলা জামায়াতের ৩ মামলায় আ.লীগের সভাপতি-সম্পাদকসহ ৬১ আসামি

২০২৪ নভেম্বর ২১ ১৮:৪৮:১৩
শরণখোলা জামায়াতের ৩ মামলায় আ.লীগের সভাপতি-সম্পাদকসহ ৬১ আসামি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : শরণখোলাউপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৬১ নেতাকর্মী নামে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে। জামায়াত ইসলামী নেতাকর্মীদের দায়েরকৃত তিনটি মামলা আদালতের নির্দেশে বুধবার রাতে শরণখোলা থানায় এফআইআর হিসেবে রেকর্ড করা হয়েছে। 

পুলিশ জানায়, বিগত ২০২৩ সালের ২৮ অক্টোবর শরণখোলার বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী নেতাকর্মীদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটনায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব ঘটনায় জামায়াতের তিন নেতাকর্মীদের মধ্যে উপজেলার রাজেশ্বর গ্রামের আবুল হাওলাদারের দায়ের করা মামলায় ৩২ জন, উত্তর সাউথখালী গ্রামের আবু বকর সিদ্দিক তার উপর নির্যাতন মামলায় ১৪ জন ও রাজাপুর গ্রামের আবুল হাসান মুন্সী বাদী হয়ে ১৫ জনসহ তিন মামলায় মোট ৬১ জনকে আসামী করা হয়।

এসব মামলায় শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মী ছাড়াও রায়েন্দা সরকারী পাইলট হাই স্কুল ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দুইজন শিক্ষকও আসামীর তালিকায় রয়েছেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ জানান, আদালতের নির্দেশক্রমে রাতে এ মামলা তিনটি দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test