E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে জ্বালানি অপরাধীদের বিচারে ২১ দফা গণদাবি

২০২৪ নভেম্বর ২১ ১৪:০৫:৫৫
জামালপুরে জ্বালানি অপরাধীদের বিচারে ২১ দফা গণদাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রস্তাবিত 'বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪' বাস্তবায়ন, জ্বালানি খাত সংস্কার ও জ্বালানি অপরাধীদের বিচারের গণদাবিসহ ২১ দফা বাস্তবায়নে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে ক্যাব (কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ)।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ক্যাব জামালপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব জেলা কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সেলিম, সদস্য যথাক্রমে অধ্যাপক আবু তালেব, অধ্যাপক আলী আকবর ফকির, আইনজীবী শামীম আরা, আইনজীব ইউসুফ আলী, সমাজকর্মী আরজু আহমেদ প্রমুখ। স্মারকলিপি অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

স্মারকলিপিতে গত সরকারের আমলে জ্বালানি খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতিসহ যারাই এক্ষেত্রে অপরাধ সংগঠনের সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবির পাশাপাশি ২১ দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয়।

(আরআর/এএস/নভেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test