E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু

২০২৪ নভেম্বর ২০ ১৯:২২:৫৯
ফরিদপুরে দুইদিন ব্যাপী তথ্য মেলা শুরু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে দুই দিনব্যাপী তথ্য মেলা শহরের অম্বিকা ময়দানে শুরু হয়েছে। আজ বুধবার ফরিদপুর জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাল বাংলাদেশ (টিআইবি) এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। 

প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠেয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি শিপ্রা রায় প্রমূখ।

সভায় বক্তারা বলেন, তথ্যই বর্তমান যুগের শক্তি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য গ্রহীতা ও তথ্য দাতা উভয়কেই সচেতন হতে হবে৷ কোন সরকারি প্রতিষ্ঠানে যাতে তথ্য গ্রহণে সাধারণ নাগরিকদেরকে ভোগান্তির শিকার না হয় এজন্য তথ্য অধিকার আইন জানা এবং সিটিজেন চার্টার সম্পর্কে অবগত থাকার আহবান জানানো হয়৷ তথ্য দাতা এবং গ্রহীতা উভয়ের পারস্পারিক সহযোগীতায় সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের মাধ্যমে দুর্নীতি দূর করাও অসম্ভব হবে না৷

বক্তারা আরো বলেন, সরকারি কর্মকর্তাদেরকে জনগণের সেবায় মনোনিবেশ করার আহবান জানান, যাতে সরকারি অফিসের বিরুদ্ধে যেসব দুর্নাম আছে সেসব দূর করে জনগণের মাঝে আস্থা ফেরানো যায়৷

২য় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়৷ এর আগে ‌ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় তিনি মেলায় অংশগ্রহণকারী ‌বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন। এ সময় ‌ মেলায় অংশগ্রহণকারী ‌স্টল ‌ মালিকরা ছাড়াও ‌বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ এনজিও সংগঠনের ব্যক্তিবর্গ ‌ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামীকাল বৃহস্পতিবার ‌ দিনে গণশুনানি অনুষ্ঠিত হবে, যেখানে সরকারি ৩টি প্রতিষ্ঠান (ভূমি অফিস, সিভিল সার্জন অফিস ও পাসপোর্ট ও ইমিগ্রেশন অফিস) সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন৷

এছাড়া মেলা বুধবার ও বৃহস্পতিবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ২৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলার স্টলগুলো থেকে প্রয়োজনীয় তথ্য সেবা পাবেন দর্শনার্থীরা।

(আরআর/এসপি/নভেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test