E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে মাদক কারবারীর কারাদণ্ড

২০২৪ নভেম্বর ২০ ১৮:৫২:৫২
বাগেরহাটে মাদক কারবারীর কারাদণ্ড

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতে সরদার বিল্লাল হোসেন (৩৭) নামে এক মাদক কারবারীকে তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাদক কারবারী বিল্লাল উপজেলার কাকডাঙ্গা গ্রামের মোকলেসুর রহমানের ছেলে।

আজ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কাকডাঙ্গা এলাকায় অভিযান চারিয়ে একশত গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফকিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী মাদক কারবারী বিল্লালকে তিন মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন এতথ্য নিশ্চিত করে জানান, মাদক কারবারী সরদার বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা করে আসছিল। আটকের পরে দণ্ডপ্রাপ্ত মাদক কারবারিকে পুলিশের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test