E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পলাশবাড়ীতে ইঁদুরের কবল থেকে ফসল রক্ষায় কৃষকের পাশে শর্মিলা শারমিন

২০২৪ নভেম্বর ২০ ১৭:৫২:৫৮
পলাশবাড়ীতে ইঁদুরের কবল থেকে ফসল রক্ষায় কৃষকের পাশে শর্মিলা শারমিন

রবিউল ইসলাম, গাইবান্ধা : আর কয়েকদিন পরেই শরীরের ঘাম পানি করে ফলানো সোনালী ধান ঘরে তোলার পালা, এর মধ্যে ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ কৃষকরা, একেকজন একেক পদ্ধাতি অবলম্বন করে ইঁদুরের কবল ধান রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন।

গত কয়েকদিনে এলুমিনিয়ামেন তৈরি খাঁচায় ইঁদুর ধরে ফসল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের কৃষক মিন্টু মিয়া।

সরেজমিনে মঙ্গলবার সকাল ৮টার দিকে আমবাড়ী গ্রামে গিয়ে দেখা যায় কৃষক মিন্টু মিয়া প্রায় অর্ধশত ইঁদুর ধরেছেন এক রাতেই।শুধু মিন্টু মিয়া নয় মিন্টু মিয়ার মত অনেক কৃষকই এখন এলুমিনিয়ামের তৈরি এই খাঁচায় ইঁদুর ধরে ফসল রক্ষার চেষ্টা করে যাচ্ছেন। আর কৃষকদের এই কাজে সহযোগিতা করে যাচ্ছেন পলাশবাড়ী কৃষি অফিসে কর্মরত উপ সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন।

কৃষকরা জানান, অনেক কষ্ট করে এই ফসল ফলিয়েছি,প্রতিবছর এই ফসল ইঁদুর নষ্ট করে যার ফলে বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে ইঁদুরের কবল থেকে ফসল রক্ষা করার।

অনেকেই অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করলেও কৃষক মিন্টু মিয়া জানান, তিনি বাজার থেকে কয়েকটি এলুমিনিয়ামের তৈরি খাঁচা কিনেছেন, খুব সহজেই এতে ইঁদুর ধরা যায়।

উপ সহকারি কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন জানান, কৃষকের ফলানো ফসল নষ্ট করে থাকে ইঁদুর,ইঁদুরের কবল থেকে ফসল রক্ষায় আমরা কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।

(আরআই/এসপি/নভেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test