E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন 

২০২৪ নভেম্বর ১৯ ১৯:৩৬:৩৩
সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

আজ মঙ্গলবার বিকালে দেবহাটা উপজেলা জামায়াতের উদ্যোগে পারুলিয়া বাসস্ট্যান্ড হতে সখিপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন করা হয়। এতে উপজেলা জামায়াত, শিবির, যুব বিভাগ, শ্রমিক ফেডারেশন, শিক্ষক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী, ব্যবসায়ী, সাধারণ মানুষ আলাদা আলাদা ব্যানারে অংশগ্রহণ করে।

মানবন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারী এইচএম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, ইউনিট সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি রাজু আহম্মেদ, সখিপুর বাজারের ব্যাবসী ও জামায়েত নেতা জিয়াউর রহমান জিয়া, পারুলিয়া বাজারের ব্যাবসায়ী ও জামায়েত নেতা ফজলুর রহমান প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, সাতক্ষীরা থকে শ্যামনগর সড়কগামী একমাত্র সড়কটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। বিগত সরকার সাতক্ষীরাকে বিশেষ কারণে উন্নয়ন থেকে বঞ্চিত করতে দক্ষিণ জনপদের সড়কের উন্নয়ন করেনি। বহুদিন থেকে শুনে এসেছি রাস্তা সংস্কার হবে কিন্তু তা বাস্তবে দেখা যায়নি। এমনকি সাতক্ষীরা শহর থেকে শ্যামনগরগামী একমাত্র সড়ক এত পরিমান বেহাল হয়েছে তা ভাবতেও অবাক লাগে। এই রাস্তায় যখন চলাচল করা যায় না তাহলে কেন এই রাস্তা রাখার দরকার। সরকার যদি দ্রুত রাস্তা সংস্কার শুরু না করে আমরা সর্বস্থরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বৃহত কর্মসূচি ঘোষণা করবো।

বক্তারা আরো বলেন, যে সড়ক দিয়ে দেশি-বিদেশী পর্যটক সুন্দরবনে যান সেই রাস্তার হাল যদি এই হয় তাহলে চলতি মৌসুমে আমাদের দেশ রাজস্ব হারাবে। এছাড়া চিংড়ি ও মৎস্য শিল্পে ব্যাপক প্রভাব পড়বে। তাই দ্রুত সড়ক সংস্কারের বিকল্প নেই। তাই দ্রুত সড়ক সংস্কার বা নির্মাণ করে এই এলাকার মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।

(আরকে/এসপি/নভেম্বর ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test