E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চিতলমারীর টিএইচও ডা. শর্মীকে যোগদান না করার দাবিতে ছাত্র জনতা মানববন্ধন

২০২৪ নভেম্বর ১৭ ১৮:৫১:০৮
চিতলমারীর টিএইচও ডা. শর্মীকে যোগদান না করার দাবিতে ছাত্র জনতা মানববন্ধন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে সদ্য পদায়ন হওয়া ডা. শর্মী রায়কে যোগদান না করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র জনতা। রবিবার দুপুরে তারা চিতলমারী উপজেলা হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয়রা।

মানববন্ধনে তারা জানান, সদ্য পদায়নকৃত ডা. শর্মী রায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকা অবস্থায় দূর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছিলেন। ডা. শর্মি রায়ের পরিবর্তে তারা একজন দক্ষ ও সৎ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেয়ার দাবি জানান।

চিতলমারী ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন তালুকদার জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও স্থানীয়দের দাবির বিয়য়টি উর্দ্ধোতন কর্মকর্তাদের জানানো হয়েছে। উর্দ্ধোতন কর্তৃপক্ষ বিষয়টি দেখছেন।

(এসএসএ/এএস/নভেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test