E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতির অভিযোগে প্রতিবাদ সভা

২০২৪ নভেম্বর ১৭ ১৭:৪৯:২৩
ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতির অভিযোগে প্রতিবাদ সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী (পিপি ও জিপি) নিয়োগে অসংগতি প্রতিবাদে সভা অনুষ্ঠিত ‌ হয়েছে।

আজ রবিবার বেলা ১ টার দিকে ফরিদপুর শহরস্থ জেলা আইনজীবী সমিতি ভবনে সরকারী আইনজীবী নিয়োগে অসঙ্গতির অভিযোগ তুলে জেলা আইনজীবী ফোরামের একাংশের উদ্যোগে ওই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

ওই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নান, অ্যাডভোকেট সৈয়দ রাশেদুল আলম তুহিন, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাবিব, এডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট শামসুন্নাহার, অ্যাডভোকেট মেহেরুন্নেসা স্বপ্না, অ্যাডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আলমগীর ভূঁইয়া, অ্যাডভোকেট ‌খসরুল আলম, অ্যাডভোকেট ইয়ার আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, 'ফরিদপুর জেলা জজ কোর্টে সরকারি আইনজীবী বা কৌসুলি হিসেবে (পিপি, এপিপি, জিপি ও এজিপি) নিয়োগের যে তালিকা এসেছে সেই তালিকায় বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুগত প্রায় ১০ জনের বেশি আইনজীবীর নাম রয়েছে, যা গত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেঈমানীর শামিল'। তারা আরও বলেন, 'আওয়ামীলীগের দোসর এসব আইনজীবীগণের নিয়োগ অবিলম্বে বাতিল করে বিএনপিপন্থী আইনজীবীদেরকে নিয়োগ দিতে হবে। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে'।

এছাড়া এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন, জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সমাবেশে ঘোষণা দেন আন্দোলনকারী আইনজীবীরা।

(আরআর/এএস/নভেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test