E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থ প্রকাশনা উৎসব

২০২৪ নভেম্বর ১৫ ২১:০৯:২৮
যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থ প্রকাশনা উৎসব

যশোর প্রতিনিধি : যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি অডিটোরিয়ামে শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবি ডা. আহাদ আলীর গ্রন্থ প্রকাশনা উৎসব। অনুষ্ঠানে কবি ডা. আহাদ আলীর ২০টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি রাশিদা আখতার লিলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি কাসেদুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান, দ্যোতনা সাহিত্য পরিষদের সভাপতি ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এরশাদ হারুন, এবং চিত্রকর এস.এম আলী আসগর রাজা।

এছাড়াও অনুষ্ঠানে কবি ও কথাসাহিত্যিক অধ্যাপক সুরাইয়া শরীফ, কাজী নজরুল ইসলাম কলেজের অধ্যাপক সুরাইয়া শরীফ, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, পথিক সাহিত্য পত্রিকার সম্পাদক শাহরিয়ার সোহেল, যশোর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি তরিকুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক বকুল হক, লেখক ও কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকাশনা উৎসবের সঞ্চালনা করেন মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, ও কবিতার প্রতি অগাধ ভালোবাসা প্রদর্শন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিনের আলোচনা ও প্রকাশনা উৎসবের মাধ্যমে যশোরের সাহিত্যাঙ্গনে নতুন একটি মাইলফলক স্থাপন হলো, যা ভবিষ্যতে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে।

(এসএমএ/এএস/নভেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test