E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চন্দ্রঘোনা থানার পুলিশ অভিযানে মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেফতার, সিএনজি জব্দ

২০২৪ নভেম্বর ১৫ ২০:২৯:৫৪
চন্দ্রঘোনা থানার পুলিশ অভিযানে মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেফতার, সিএনজি জব্দ

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে পাচারকালে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ আটক করা হয়েছে। সেই সাথে মদ পাচারকালে ব্যবহৃত একটি সিএনজি জব্দ হয়েছে এবং ২ জনকে গ্রেফতার  করা হয়েছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ১১ টা ৫০ মিনিটে থানার এসআই মোঃ মকবুল হোসেন এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের টেকের মোড়স্থ মায়ের দোয়া হোটেলের সামনে বাঙ্গালহালিয়া টু ফেরীঘাটগামী পাকা রাস্তার উপর হতে সিএনজি চালক মোঃ বেলাল (৪২) পিতা-মৃত মোস্তফা, মাতা-মৃত নুরুন নাহার বেগম, সাং-সৈয়দবাড়ী, ৮নং ওয়ার্ড, রাঙ্গুনিয়া পৌরসভা এবং ইমরান হোসেন (২৮) পিতা- মফিজুর রহমান, সাং-ইছাখালী, গুচ্ছগ্রাম, ৩নং পৌর ওয়ার্ড, রাঙ্গুনিয়া পৌরসভা, উভয় থানা-রাঙ্গুনিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও একটি সিএনজিসহ আটক করা হয়েছে বলে ওসি জানান।

আটককৃত আসামির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে শুক্রবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরএম/এএস/নভেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test