E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

২০২৪ নভেম্বর ১৫ ১৭:৪৩:২২
জলবায়ু ন্যায্যতার দাবিতে চাটমোহরে সাইকেল র‌্যালি

চাটমোহর প্রতিনিধি : জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক প্রতিবাদে ও জলবায়ু তহবিলে অর্থ প্রদান, যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে রুপান্তরের দাবিতে পাবনার চাটমোহরে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে সাইকেল র‌্যালীর উদ্বোধন করেন চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব মিঞা।

পরে সাইকেল র‌্যালীটি উপজেলা পরিষদ চত্বরে থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়ে। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ধরিত্রি রক্ষায় আমরা (ধরা)’র সহযোগিতায় ও চলনবিল রক্ষায় আমরা এর আয়োজন প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন, চলনবিল রক্ষায় আমরা এর সমন্বয়কারী জাহাঙ্গীর আলম মধু, দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুনন প্রমূখ।

বক্তরা, জলবায়ু অর্থায়ন শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে হতে হবে, জলবায়ু অর্থায়ন মিলিয়ন নয় বিলিয়ন ডলারে হতে হবে, জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে সর্বপরি জলবায়ু ন্যয্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

(এসএইচ/এসপি/নভেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test