E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

২০২৪ নভেম্বর ১৪ ২২:৩৯:০২
ফরিদপুরে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় এ উপলক্ষে আইডিইবি  কার্যালয়ে এক আলোচনা সভা ‌ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আইডিইবি জেলা নির্বাহী কমিটির সভাপতি সামচুদ্দিন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকাশ কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ অধ্যাপক ইন্জিনিয়ার মো. আখতারুজ্জামান, ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক মোফাজ্জেল হোসেন মৃধা, কেএম আমিনুল ইসলাম, আইডিইবির (২০২৩-২০২৫) এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুর রহমান সবুজ, ফরিদপুর মহানগর ও জেলা ডিইএব উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ আদনান হোসেন অনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. খাইরুল ইসলাম।

সভায় বক্তারা আইডিইবি বিগত দিনের কার্যক্রম তুলে ধরে গঠনমূলক আলোচনা করেন।

তারা জানান, ১৯৭০ সালে আইডিইবি প্রতিষ্ঠিত হয়েছিল তারপর অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংগঠনটি এগিয়ে চলছে'। বর্তমান এই সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১০ লাখ বলে আলোচনা থেকে জানানো হয়।

বক্তারা আশা প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের জন্য কাজ করুক, সর্বস্তরের জনগণের জন্য কাজ করুক এবং সর্বোপরি ইঞ্জিনিয়ারদের স্বার্থে কাজ করুক; এমনটি প্রত্যাশা'। ওই আলোচনা সভা থেকে প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী করতে তাগিদ দেন বক্তারা।

(আরআর/এএস/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test