E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে পাচারকালে ভোমরা সীমান্তে ১০ পিচ সোনার চকলেটসহ আটক ১

২০২৪ নভেম্বর ১৪ ১৮:৩১:৪৬
ভারতে পাচারকালে ভোমরা সীমান্তে ১০ পিচ সোনার চকলেটসহ আটক ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে ১০পিচ সোনার চকলেটসহ সুমন ইসলাম নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার দুপুর দুটোর দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের ফলপট্টি এলাকা থেকে এসব আটক করা হয়।

আটক কিশোর সুমন ইসলাম (১৭) সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, গোপনে খবর পান যে, ভোমরা সীমান্তের ফলপট্টী এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে ভিত্তিতে ভোমরা কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল সতর্ক অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে সুমন ইসলাম পায়ে হেটে সীমান্তের দিকে এগিয়ে গেলে বিজিবি তাকে আটক করে শরীর তল্লাশি চালায়। তল্লাশি করে তার প্যান্টের পকেটে কালো স্কসটেপ দ্বারা পেঁচানো অবস্থায় ১০টি সোনার চকলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার ওজন এক কেজি ২০০ গ্রাম। যার মুল্য এক কোটি ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত সোনা ট্রেজারি অফিসে জমা ও আসামীকে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান অধিনায়ক।

অপরদিকে, জেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বোতল এলএসডি মাদক জব্দ করেছে বিজিবি।

(আরকে/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test