E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

যুবলীগ নেতার ঘের থেকে যুবদল নেতার মাছ লুট

২০২৪ নভেম্বর ১৪ ১৭:১৯:০৭
যুবলীগ নেতার ঘের থেকে যুবদল নেতার মাছ লুট

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : রাতের আঁধারে প্রায় অর্ধশত লোকজন নিয়ে এক যুবলীগ নেতার লিজকৃত মাছের ঘের থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের মাছ লুটের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের।

ওই গ্রামের বাসিন্দা মৎস্য চাষী ও যুবলীগ নেতা মো. মনিরুজ্জামান অভিযোগ করে বলেন, একই গ্রামের ইসমাইল সরদারের ছেলে নজরুল ইসলাম ও সিরাজ সরদারের কাছ থেকে তাদের সু-বিশাল দিঘী লিজ নিয়ে প্রায় সাত বছর ধরে তিনি মাছ চাষ করে আসছেন।

তিনি আরও অভিযোগ করেন, বুধবার দিবাগত রাতে চাঁদশী গ্রামের বাসিন্দা মৃত গোলাম হোসেন মাষ্টারের ছেলে যুবদল নেতা মাসুম সরদার তার সহযোগিদের নিয়ে ওই মাছের ঘেরের প্রায় দুই লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে তিনি (মনিরুজ্জামান) ঘটনাস্থলে পৌঁছে মাসুম ও তার লোকজনদের বাঁধা প্রদান করায় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

থানায় লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই মো. ইকবাল হোসাইন খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/নভেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test