E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানালেন ইসলাম মাস্টার

২০২৪ নভেম্বর ১৩ ১৯:২৪:০৭
প্রকাশিত সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানালেন ইসলাম মাস্টার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'ফরিদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সার্বজনীন দূর্গা মন্দিরে দেয়াল, এলাকাবাসীর হট্টোগোল' শিরোনামে গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) 'উত্তরাধিকার ৭১ নিউজ' এ একটি সংবাদের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন জৈনক ছত্তার মোল্যা ও ইসলাম মোল্যা ওরফে ইসলাম মাস্টার। ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত দিগনগর সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে হট্টগোলের যে অংশ নিয়ে আপত্তি করেছেন তা হচ্ছে-

'"মঙ্গলবার সকালে ফরিদপুর র‍্যাব-১০ এর অফিসে উভয় পক্ষকে সমাধানের উদ্দেশ্যে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়। তথাপিও সকল অনুরোধ উপেক্ষা করে লিটন সাহা স্থানীয় জৈনক বিল্লাল মাতুব্বর, ছত্তার মোল্যা, আব্দুল ওয়াহাব মেম্বার ও জৈনক ইসলাম মোল্যা ওরফে ইসলাম মাস্টার নামের কতিপয় স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় বেলা সাড়ে ১১ টার দিকে ওই মন্দিরে ইট দিয়ে দেয়াল তুলে ফেলেছে বলে অভিযোগ করেছেন এলাকার হিন্দু সম্প্রদায়ের এক অংশ। অভিযোগ আছে লিটন সাহা ওইসব প্রভাবশালীদের মোটা অংকের টাকা দিয়ে মন্দিরের সামনে এনে দাড় করিয়ে রেখে এমন কাজ করেছেন। যদিও লিটন সাহা তাঁদের টাকা দিয়ে আনার অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা দাবী করে বলেন, 'তাঁরা এলাকার মাতুব্বরদের একাংশ এবং তাঁরা সবাই মুসলিম হলেও এলাকার সম্মানিত ব্যক্তি''।

উপরোক্ত সংবাদ অংশে ছত্তার মোল্যা ও ইসলাম মাস্টারের আপত্তি এই যে, তাঁরা মোটা অংকের টাকা নিয়েছেন এসব যারা বলেছেন তারা নির্লজ্জ মিথ্যাচার করেছেন। ইসলাম মাস্টার জানান, 'আমি অত্র এলাকার একজন একনিষ্ঠ সমাজসেবক, শিক্ষক, মাতুব্বর ও রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। আমি সব সময় এলাকার শান্তি চাই। ওইখানে মন্দির নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই গ্রুপের মধ্যে হট্টগোল হলে তা থামাতে আমরা এলাকার মাতুব্বর হিসেবে সেখানে গিয়েছিলাম। দু'পক্ষের উত্তেজনা থামাতে আমিই প্রথম থানায় ফোন দেই, পুলিশ আসা থেকে যাওয়া পর্যন্ত আমরা ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমরা থাকার কারণে ওইখানে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি'। ইসলাম আরও জানান, 'সেখানে লিটন সাহার বাসার সামনে মন্দিরের কাছে থাকলেও আমি তার পক্ষে অবস্থান নেইনি বরং সর্বদা নিরপেক্ষ ছিলাম। ওইখানে লেনদেনের অভিযোগ যারা করেছেন তারা উদ্দেশ্য প্রনোদিতভাবে এমন গর্হিত, ভিত্তিহীন ও অমুলক কথাবার্তা বলেছেন আমার মানহানি করার হীন উদ্দেশ্য। আমি তাদের এমন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি'।

যদিও এই প্রতিবেদক উপরোক্ত একপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরপক্ষ লিটন সাহার বক্তব্যও নিয়েছিলেন (যা উপরের উল্লেখিত আপত্তিকর অংশে উল্লেখিত আছে) এবং ওই ব্যক্তিদের সম্পর্কে লিটন সাহার দেওয়া ইতিবাচক বক্তব্য আনকাট প্রকাশ করেছিলো 'উত্তরাধিকার ৭১ নিউজ'।

(আরআর/এসপি/নভেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test