E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত 

২০২৪ নভেম্বর ১৩ ১৮:২২:০৩
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও একজন আহত হয়েছে। এছাড়াও আরেক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।

কাহারোল উপজেলার ধনিবাড়ী এলাকায় মঙ্গলবার রাত ১১ টায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু'জন নিহত হয়ে একজন আহত হয়েছে। নিহতরা হলেন, বিপুল চন্দ্র রায় (১৫) ও দ্বীপ চন্দ্র রায় (১৪)

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মোটরসাইকেল যোগে কাহারোল রোডে একই মোটরসাইকেলে তিনজন বাড়ি যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে ঘটনাস্থলে দু'জন নিহত হয় এবং আহত হয় আরেকজন।

নিহত বিপুল চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার সেনগাঁও এলাকার মুকুন্দ চন্দ্র রায়ের ছেলে এবং দ্বীপ চন্দ্র রায় বীরগঞ্জ উপজেলার কুসনতর গ্রামের নিরঞ্জন চন্দ্র রায় ছেলে। আহত স্বপন চন্দ্র রায় (১৭) কাহারোল উপজেলার বাগপুর গ্রামের আপোষ চন্দ্র রাযয়ের ছেলে।

অন্যদিকে জেলার বিরামপুর উপজেলায় মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে ট্রাকের চাপায় ছবেদ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে ইচ্ছাকৃতভাবে ট্রাকে চাপা দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ব্যক্তিকে ট্রাক ধাক্কা দেওয়ায় তিনি ওই ট্রাকটির ধরতে পিছনে ছুটে যায়।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায় দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের টাটকপুর পুলিশ বক্স (ঢেপি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছবেদ আলী পৌর শহরের টাটকপুর মহল্লার মৃত সমশের আলীর ছেলে। তিনি বিরামপুরে স্থানীয় একটি খাবার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে বিরামপুর পৌরশহরের কলাবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন এক ব্যক্তি। পাশ থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই ট্রাকটিকে ধরতে ছবেদ আলী ট্রাকের ক্যাবিনে ওঠেন। কিছু দূর গিয়ে ট্রাকের চালক তাকে ট্রাক থেকে নামিয়ে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকটিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
এব্যাপারে আইনী ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এদিকে আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরে দিনাজপুরের শশরা কাশিপুর এলাকায় একটি খাড়িতে (খাল) বর্শি দিয়ে মাছ ধরতে আসা এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

(এসএস/এসপি/নভেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test