E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দাবি আদায়ে নিজ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলেন ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীরা

২০২৪ নভেম্বর ১১ ১৮:২৯:৫১
দাবি আদায়ে নিজ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলেন ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীরা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে‌ একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে ম্যাটস এর শিক্ষার্থীরা। আজ সোমবার ‌সকালে ওই কর্মসূচি পালন করেন তারা।

দীর্ঘদিন যাবত চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে ম্যাটস ‌শিক্ষার্থীরা।

সব কর্মসূচিতেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হওয়ার ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ‌চৌদ্দতম দিনেও ক্লাস পরীক্ষা বর্জনসহ একাডেমিক ও প্রশাসনিক ভবন তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন তারা।

ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ ফরিদপুর এর উদ্যোগে সংগঠনের সমন্বয়ক শেখ নাঈম আবরার এর নেতৃত্ব অনুষ্ঠেয় ওই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ম্যাটস ফরিদপুরের ‌প্রথম বর্ষের শিক্ষার্থী শাকিব, শাহরিয়ার, রুবায়েত, রাকিব, আতিকা, আয়েশা, টুম্পা, প্রিন্স ইসলাম, রহমাতুল্লাহ, শাফি, মাখমুদ, তাচনিম, মারুফ, তালহা রহমান, শাফি উদ্দিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোয়াইবুর রহমান, তৃতীয় বর্ষের শিক্ষার্থী জুই, খাদিজা, শেখ নাঈম অবরার প্রমুখ। এ সময় প্রতিষ্ঠানের ‌ অন্যান্য শিক্ষার্থীরা ‌ উপস্থিত ছিলেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স ক্যারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার দাবি জানান।

তারা আরও বলেন, আমরা চৌদ্দ দিন ধরে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছি। আজ আমরা অনির্দিষ্ট কালের জন্য একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন ও প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের ম্যাটস শিক্ষার্থীরা।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test