E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে, ঘুমন্ত নারীর মৃত্যু

২০২৪ নভেম্বর ১১ ১৮:২৩:১২
কাপাসিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে, ঘুমন্ত নারীর মৃত্যু

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের টোক এলাকায় যাত্রীবাহী একটি চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক কৃষকের বাড়ীতে ঢুকে যায়। এতে ওই বাড়ীতে ঘরে ঘুমন্ত মিনারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত মিনারা বেগম উপজেলার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। আজ সোমবার সকালে টোক এলাকায় ইলোরবাড়ীর মোড়ে এ ঘটনা ঘটে। 

স্থানীয় উজলী দীঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমতাজ উদ্দীন জানান, আজ সকালে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটেছে। টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী কাজলের মা সকালে ঘুম ভাঙ্গার আগেই পথের সাথী পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে তাকে চাপা দেয়। তার ঘরের ফ্রিজ, গ্যাসের চুলাসহ অন্যান্য আসবাবপত্র ভেঙ্গে যায়। ঘুমন্ত নারীর মৃত্যু হলেও ভাগ্যক্রমে দুই নাতী বেচে যায়। তিনি আরো জানায়, চালকের খামখেয়ালীর জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে গেল।

কাপাসিয়া থানা পুলিশ জানায়, কাপাসিয়ার টোক ইউনিনের চেওরাইট গ্রামের ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের ইলুর বাড়ীর মোড়ে টোক বাজারগামী পথের সাথী বাস নিয়ন্ত্রণ হারিয়ে শুক্কুর আলীর বাড়ীতে উঠাইয়া দেয়। এতে বাড়ীতে ঘুমন্ত অবস্থায় থাকা শুক্কুর আলীর স্ত্রী মিনারা বেগম ঘটনাস্থলেই মারা যায়। বাড়ীর একটি ঘর ও আসবাবপত্র ক্ষতিগস্থ হয়েছে।

কাপাসিয়া থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ীর ভিতরে ডুকে যায়। এতে বাড়ীতে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। বাড়ীর একটি ঘর ও আসবাবপত্র ভেঙ্গে গেছে। বাসটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(একেডি/এসপি/নভেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test