E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় গ্রেফতার ২

২০২৪ নভেম্বর ১০ ২৩:৪৯:৩৮
চরমপন্থী নেতা শহিদ হত্যা মামলায় গ্রেফতার ২

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে চাঞ্চল্যকর পাবনার চরমপন্থী নেতা শহিদ মোল্লা (৪৬) হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী এলাকার ইদ্রিস আলী খানের ছেলে মো. শাকিল খান (২৫) এবং গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বালিয়াডাঙা এলাকার মো. হালিম খানের ছেলে মো. হাসিবুল হাসান (২২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন জানান,শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ও এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে শাকিল খানকে ঢাকার শাহআলী থানা এলাকা থেকে এবং হাসিবুল হাসানকে গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙা এলাকা থেকে গ্রেপ্তার করেন।

তিনি আরও বলেন, নিহত শহিদ মোল্লা একজন চরমপন্থী নেতা ছিলেন এবং তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা সহ ৫টি মামলা রয়েছে। এবং শহিদ মোল্লা রাজবাড়ী সদর থানা এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতো। নদী কেন্দ্রিক চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই শহিদ মোল্লা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে শাকিল খান ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মো: হাসিবুল হাসানের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়ায় মেহগনি বাগানে শহিদ মোল্লাকে মারধর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাকে গোয়ালন্দ হাসপাতালে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে শহিদ মোল্লার মরদেহ উদ্ধার করে। পরদিন শহিদ মোল্লার ভাই কাদের মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

(একে/এএস/নভেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test