E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

২০২৪ নভেম্বর ১০ ১৯:৩৫:২১
বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপির ইদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে যোগ দেয়।

বাগেরহাট জেলা বিএনপি সভাপতি প্রকৌশলী এটিএম আকরাম হোসের তালিমের সভাপতিত্ব করেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি শেখ মুজিবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, শেখ কামরুল ইসলাম গোরা, ওয়াহিদুল ইসলাম পল্টু,অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শমশের আলী মোহন, শেখ এসকেন্দার হোসেন, শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ষোঘসার দাবি জানান বক্তারা।

(এসএসএ/এএস/নভেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test