E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘কাপ্তাই লেক পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে’

২০২৪ নভেম্বর ১০ ১৮:২৩:৩২
‘কাপ্তাই লেক পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটাবে’

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই লেক দেশীয় প্রজাতি মাছের এক বৈচিত্র্যময় জলভাণ্ডার উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, কাপ্তাই লেকে সকল প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির জন্য গবেষণালব্ধ পদ্ধতিতে মৎস্য চাষ করা হবে। এছাড়া কাপ্তাই লেকে অধিক মৎস্য চাষ, আহরণ ও বিপণনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার উন্নয়ন ঘটানো হবে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটির মগবান ইউনিয়নে কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র সরেজমিন পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন।

সুপ্রদীপ চাকমা আরো বলেন, কাপ্তাই লেকের জলজ পরিবেশের ভারসাম্য ঠিক রেখে ও ইকো ট্যুরিজমের ব্যাঘাত না ঘটিয়ে মাছ চাষ করতে হবে। উপদেষ্টা আরো বলেন, হ্রদে পর্যাপ্ত পানি থাকার মৌসুমই হলো মাছ চাষের জন্য উপযোগী সময়।

এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সহধর্মিণী নন্দিতা চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/নভেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test