E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবন উদ্বোধন

২০২৪ নভেম্বর ০৯ ১৮:৩৫:২৪
গাইবান্ধায় নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের স্কুল ভবন উদ্বোধন

রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে গাইবান্ধার নশরৎপুরে এই নবনির্মিত ভবনটির ফলক উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসি নির্বাহী পরিচালক ড. হোসেন জিল্লুর রহমান।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ও গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম.আবদুস সালাম এর সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) রবিউল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আসাদুজ্জামান সুবহানী।

এসময় বক্তব্য রাখেন শিক্ষাবীদ অধ্যাপক মাজহারুল মান্নান, গাইবান্ধা সরকারি কলেজ এর উপাধ্যক্ষ আব্দুর রশিদ, গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আবু সায়েম জান্নাতুন নুর রিশাত,আনিছুজ্জামান খান বাবু, মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহাজাদা, ডা. শহীদুজ্জামান হারুন, ওয়াজিউর রহমান র‌্যাফেল, নাসরিন সুলতানা রেখা, সাইফুল আলম সাজাদ ও প্রমতোষ সাহা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজটি হবে দেশের একটি ভিন্নধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান। তিনি প্রত্যাশা করেন এই বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আদর্শ নাগরিক হিসেবে দেশ ও বিদেশে সুনাম অর্জন করবে।

বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর ব্যবস্থাপনায় ২০ বিঘা জমির উপর নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত বিশ্বমানের এই স্কুলে ২০২৫ সাল থেকে প্লে থেকে ৮ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কর্মসূচির উদ্বোধন করা হয়।

(আরআই/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test