E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি বাড়ানো সম্ভব’

২০২৪ নভেম্বর ০৯ ১৮:১১:৫২
‘ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি বাড়ানো সম্ভব’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ঘেরের পরিবেশ সুরক্ষায় কাঁটা শ্যাওলার ভ’মিকা শীর্ষক দি ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য গবেষণা ইনষ্ট্রিটিউট এর মহা পরিচালক (ডিজি) ড: অনুরাধা ভদ্র বলেছেন, আমাদের চিংড়ি চাষিরা একরে মাত্র ৩শত কেজি চিংড়ি উৎপাদন করে থাকে। এখন ক্লাস্টার পদ্ধতির মাধ্যমে বাগদা চিংড়ি চাষকরে কয়েকগুন উৎপাদন করা সম্ভব হচ্ছে। যা মৎস্য গবেষণা কেন্দ্রের দীর্ঘ গবেষণায় মাঠ পর্যায়ে প্রমানিত হয়েছে। এর ফলে দেশের চিংড়ির চাহিদা মিটিয়ে আরো বেশী রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, একটি চিংড়ি খামারের ২৫ ভাগ এলাকায় কাটা শ্যাওলা থাকলে বাগদা চিংড়ি রোগ প্রতিরোধ ও ওজন বৃদ্ধির ক্ষমতা কয়েক গুন বৃদ্ধি পায়। আমরা এখন চিংড়ি চাষিদের খামারে কাটা শ্যাওলা রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

আজ শনিবার সকালে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলকক্ষে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারে অনুরাধা ভদ্র এই কথা বলেন।

বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো: জাহাঙ্গীর আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ও মেরিন বায়োসাইন্স বিভাগের অধ্যাপক ড: মো: আমিনুর রহমান, ময়মনসিংহ স্বাধুপানি কেন্দ্রের মূখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড: মো: হারুনর রশিদ, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈঞ্জানিক কর্মকর্তা এ এসএম তানভিরুল হক, পটুয়াখালী বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচারবিভাগের অধ্যাপক ড: মো: লোকমান আলী, জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক রাজ কুমার বিশ্বাস প্রমূখ।

সেমিনারে দেশের উপকুলের চিংড়ি চাষ এলাকাসহ মৎস্য বিভাগের বিভিন্ন কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিশারি বিভাগের অধ্যাপক, চিংড়ি চাষি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

(এস/এসপি/নভেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test