E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

২০২৪ নভেম্বর ০৯ ১৪:৫৫:৫৪
দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : ' বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি' এই প্রতিবাদ্যে  বর্ণাঢ্য আয়োজনে  দিনাজপুরে উদযাপিত হলো গণপ্রকৌশল দিবস' ২০২৪।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা  ইঞ্জিনিয়ার্স  বাংলাদেশ (আইডিইবি) এর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এ দিবসটি উপলক্ষে দিনাজপুর জেলা শাখা  আয়োজন করে বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা সহ নানা কর্মসূচি।

আজ সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আইডিইবি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুল ওয়াদুদ মন্ডল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইডিইবি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার শাহ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সহকারি প্রকৌশলী মোঃ শাহানুর রশিদ।

আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলি মোঃ মাসুদ রানা, আইডিইবি'র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাজিউল ইসলাম সাজু, অর্থ সম্পাদক প্রকৌশলী জিএন ভট্টাচার্য, প্রচার সম্পাদক প্রকৌশলী মোঃ হুমায়ূন কবির, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোছাঃ সুফিয়া খাতুন, গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ সিদ্দিকুজ্জামান নয়ন, দিনাজপুর সড়ক জনপথ অধিদপ্তরের সাবেক উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ আফজালুল হক প্রমুখ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন আইডিইবির আমন্ত্রিত অতিথি শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ মঞ্জুরুল ইসলাম, আডিবিইবির কাউন্সিলর প্রকৌশলী মোঃ মোজাফ্ফর হোসেন, হাকিমপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমানসহ বাকাছাপ'র সদস্যবৃন্দ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, উত্তরণ পলিটেকনিক ইনস্টিটিউট, এসআরএ পলিটেকনিক ইনস্টিটিউট, পূনর্ভবা, এ্যাপটাচ, ডিআইএসটি, গ্লোবাল, আনোয়ারা, ও ইকোসার্ভ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, দিনাজপুর আইসিটি ক্লাবের সদস্যবৃন্দ দিনাজপুরে কর্মরত বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ অংশগ্রহণ করেন।


(এসএএস/এএস/নভেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test