E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

৫ আগস্টে আহত পঞ্চগড়ের রাকিন আজ মারা গেছে

২০২৪ নভেম্বর ০৮ ১৭:৪১:৫৮
৫ আগস্টে আহত পঞ্চগড়ের রাকিন আজ মারা গেছে

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : গত ৫ আগস্ট হাসিনা সরকার পতনের দিন একটি সাম্প্রদায়িক অপশক্তির আক্রমনে মারাত্মক আহত পঞ্চগড় আহমদনগরে শাহরিয়ার রাকিন-(১৬) আজ শুক্রবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রাকিন এবছর এসএসসি পরীক্ষার্থী ছিলো। সে আহমদনগরের আব্দুল ওহাবের ছোট ছেলে। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকাল ৪টার দিকে সাম্প্রদায়িক একটি গোষ্ঠী পঞ্চগড়ের আহমদ নগরে আক্রমন চালায়, এসময় আহমদিয়া জামাতের প্রায় ২০ জন আহমদী সদস্যকে ব্যাপক মারধর করে আহত করে। গুরুতর আহতরা রংপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও রাকিনকে মারাত্মক আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। দীর্ঘ প্রায় দুমাস চিকিৎসা নেওয়ার পর সে আজ সকালে মারা যায়। ৫ আগস্ট বিকাল ৪টার দিকে পঞ্চগড়ের আহমদনগরের আহমদীয়া মসজিদ, জলসাগাহ সহ প্রায় শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাটও করেছে দুর্বৃত্তরা।

(আরএআর/এসপি/নভেম্বর ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test