E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

২০২৪ নভেম্বর ০৭ ১৮:০১:২৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুরে অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন এর উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধনের আয়োজন করে ওই শিক্ষকসংগঠনটি। এতে- ফরিদপুর মহাবিদ্যালয়, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ, কাদিরদী ডিগ্রী কলেজ ও নবগ্রাম পল্লী কলেজ কলেজ এর শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সংগঠনটির ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই মানববন্ধনে রাখেন সাধারণ সম্পাদক উজ্জ্বল মৌলিক, সহসভাপতি সঞ্চয়িতা সাহা প্রমুখ।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন ওই শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক শারমিন স্মৃতি, ফরিদপুর জেলা শাখার সংগঠনিক সম্পাদক এসএম নাজমুস সাকিব, দপ্তর সম্পাদক মো. ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ মুক্তি খানম প্রমুখ।

মানববন্ধনে ‌নেতৃবৃন্দ ‌জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএসএম আমানুল্লাহকে হত্যার হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, উপাচার্য দায়িত্ব গ্রহনের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানেই ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হল বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষকদের এমপিও ভুক্তির বিষয়ে জটিলতা দূরীকরণ, বিগত সময়ে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজে ‌গভর্নিং বডি গঠনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যখন সুফল পেতে শুরু করেছে ঠিক সেই সময় একটা স্বার্থন্বেষী মহল তার বিরুদ্ধে হুমকি ধামকি দিয়ে ‌দুর্নীতি প্রতিরোধে কার্যক্রমকে নানাভাবে ব্যাহত করার চেষ্টা করছেন তারই প্রতিবাদে দেশব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধন থেকে বক্তারা উক্ত ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পরে ফরিদপুর জেলা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ফরিদপুর জেলা প্রশাসক মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

(আরআর/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test