E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে প্রাণ গেল শিশু হুজাইফার

২০২৪ নভেম্বর ০৭ ১৭:০৬:১৩
নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে প্রাণ গেল শিশু হুজাইফার

চাটমোহর প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীর স্রোতে তলিয়ে যাওয়ার একদিন পর ৫ বছরের শিশু হুজাইফার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের প্রধান গেট সংলগ্ন বড়াল নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে শিশুটি নদীতে তলিয়ে নিখোঁজ হয়। মৃত শিশু হুজাইফা ফরিদপুর সদর উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শুক্রবার (১ নভেম্বর) মায়ের সঙ্গে পৌর শহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে আসে শিশু হুজাইফা। মঙ্গলবার দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল হুজাইফাসহ কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পর স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়।

পরে খবর পেয়ে পুলিশ, ফাযার সার্ভিস ও রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা সন্ধ্যার আগ পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বুধবার সকাল সাড়ে আটটার দিকে শিশুটিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি শফিকুল আরও জানান, মৃত্যু নিয়ে অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(এসএস/এসপি/নভেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test