E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

২০২৪ নভেম্বর ০৭ ১৩:১৫:৫৫
সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মাটি বহনকারি ট্রাকের ধাক্কায় ভাড়ায় চালিত মটর সাইকেল চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা- খুলনা সড়ক হাইওয়ের সাতক্ষীরার বিনেরপোতা মেঘনা মোড়ের অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আকবর গাজীর ছেলে ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আরিজুল গাজী (২৮), যাত্রী সাতক্ষীরার তালা উপজেলার জেঠুযা গ্রামের সামছুর রহমান ফকিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজন সাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম(৩৫)।

সাতক্ষীরা সদর উপজেলার মাধককাটি গ্রামের সখিনা খাতুন জানান, তার জামাতা আজিজুর রহমান কয়েক বছর যাবৎ তাদের বাড়িতে থেকে ভাড়ায় চালিত মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহষ্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সে তালা উপাজেলার আসাদুল ফকির ও আব্দুস সেলিমকে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় থেকে যাত্রী হিসেবে নিয়ে মোটর সাইকেলে (সাতক্ষীরা-হ-১৬-৭০৯০, প্লাটিনা) তালায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল ৬টার দিকে সাতক্ষীরা-খুলনা হাইওয়ে এর সাতক্ষীরার বিনেরপোতার নিকটবর্তী মেঘনা মোড়ে অ্যাড. আব্দুর রহমান কলেজের সামনে সাতক্ষীরাগামি একটি মাটিবহনকারি ট্রাক (ইসিআর) আজিজুরের মটর সাইকেলের সামনে ধাক্কা মারে। এতে মটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় আজিজুর ও দুই যাত্রী।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মীর মাহফুজ জানান, সকাল সোয়া ৬টার দিকে আব্দুস সালামের লাশ হাসপাতালে আনা হলেও অপর লাশ দুটি পরে আনা হবে বলে তিনি জেনেছেন।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক বিশ্বজিৎ সরকার জানান, ফায়ার সিভিল ডিফেন্সের সদস্য ও পুলিশ ওই তিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

(আরকে/এএস/নভেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test