E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপাসিয়া বাজারে মোবাইল কোর্ট দেখে পালালো ব্যবসায়ীরা

২০২৪ নভেম্বর ০৬ ১৭:৩৭:৫৪
কাপাসিয়া বাজারে মোবাইল কোর্ট দেখে পালালো ব্যবসায়ীরা

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া বাজারে আজ বুধবার দুপুরে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রসাশনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা হয়। এ সময় মোবাইল কোট দেখে কাঁচা বাজারের অধিকাংশ ব্যবসায়ী দোকান রেখে পালিয়ে যায়। পরে মোবাইল কোট সাধারণ ব্যবসায়ীদের সাথে বাজার মনিটরিংয়ের কথা জানান। ব্যবসয়ীদের মূল্য তালিকা বাধ্যতামূলক রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

মোবাইল টিম কাঁচা বাজার, মাছ বাজার সহ বিভিন্ন দোকান মনিটরিং করে ব্যবসায়ীদের সরকারী নিধার্রিত মূল্যে বেচা কেনা ও মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন। তার সাথে ছিলেন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. আসরাফুল্লাহ, বিপনন কর্মকতা মো. ইউসুফ আলী, ও স্থানীয় পুলিশ ও আনছার প্রশাসন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা জানান, মো. আসরাফুল্লাহ জানান, মৎস্য সংরক্ষন আইন, মৎস্য খাদ্য আইন, এফ্আইকিউসি আইন, মৎস্য হ্যাচারী/ফরমালিন প্রতিরোধ আইন বাস্তবায়নে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ ছাড়া সাধারণ মানুষ ও বিক্রেতাদের সরকারী আইন মেনে চলার ও সচেতন করার জন্য বাজারে মনিটিং করা হয়েছে।

(এসকেডি/এসপি/নভেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test