E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

২০২৪ নভেম্বর ০৫ ১৭:৪২:৪৬
দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হিসেবে দিনাজপুরে যোগদানের পর এটি তার সাংবাদিকদের সাথে প্রথম আনুষ্ঠনিক মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দিনাজপুর শহর যানজটমুক্ত রাখতে ইজিবাইক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, শহরের রাস্তাঘাট দখলমুক্ত করা, শহরের নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার করা, গ্রাম্য মৌসুমি ঐতিহ্যবাহী মেলায় অশ্লীল যাত্রা, জুয়া, লটারি বন্ধ করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের পরামর্শ দেন।

নবাগত জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সাংবাদিকদের পরামর্শগুলো ধৈর্যসহকারে শোনেন ও এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সাংবাদিকগন সমাজের দর্পণ। দর্পণ হিসেবে আপনারা সমাজের বিভিন্ন সমস্যা ও দুর্বল দিকগুলো আমাদের সামনে তুলে ধরবেন। আমরা সাধ্যমত সেসব সমস্যা সমাধান করবো। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সবশেষে উপস্থিত সকলকে রাগ কমানো ও ধৈর্য বাড়ানোর পরামর্শ দেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুরে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, সহ-সম্পাদক রতন সিংহ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি চিত্ত ঘোষ, প্রথম আলোর প্রতিনিধি শৈশব রাজু, করতোয়া প্রতিনিধি শাহরিয়ার হিরু, দীপ্ত টিভির প্রতিনিধি সুলতান মাহমুদ, এনটিভির স্টাফ রিপোর্টার ফারুক হোসেন, মাছরাঙা টিভির প্রতিনিধি রঞ্জু, সময়ের আলোর স্টার রিপোর্টার আব্দুর রাজ্জাক, প্রবীণ সাংবাদিক নুরুল হুদা দুলাল, সাংবাদিক আকরাম হোসেন বাবুল, শাহাদাৎ হোসেন, ইউসুফ আলী, জিনাত হোসেন, কামরুজ্জামান, এমদাদ হোসেন, রেজাউল ইসলামসহ দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ২০২৪ তারিখ মোঃ রফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

(এসএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test