E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নামাজ পড়তে গিয়ে দুর্বৃত্তের কোপে প্রাণ গেল কুদ্দুস শেখের

২০২৪ নভেম্বর ০৫ ১৫:৫৬:৩৩
নামাজ পড়তে গিয়ে দুর্বৃত্তের কোপে প্রাণ গেল কুদ্দুস শেখের

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মৃত হাসেম শেখের ছেলে। তিনি রং মিন্ত্রীর কাজ করতেন।
নিহতের মেয়ে নিলুফা বেগম বলেন, প্রতিদিন বাবা ভোরে ঘুম থেকে উঠে মসজিদে ফজরের নামাজ পড়তেন। তিনি আজ মঙ্গলবারও ভোরে ঘুম থেকে উঠে রাজপাট দক্ষিণপাড়া মার্কাজ মসজিদে ফজরের নামাজ পড়তে বের হন। পথিমধ্যে কামাল শেখের পুকুর পাড়ে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানির মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়। বাবার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে সেখানে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।

নিলুফা আরো জানান, ঘটনাস্থল একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া পাদুকা পরে ছিল । পরে পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । আমরা তদন্ত শুরু করেছি। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তবে প্রাথমিক তদন্তে এ হত্যাকান্ডের কারণ এখনো জানাযায়নি বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।

(এমএস/এএস/নভেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test