E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

২০২৪ নভেম্বর ০৪ ২০:২৫:১৫
গোয়ালন্দে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৯

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া এবং পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন, দেবগ্রাম ইউনিয়নের চর পাচুরিয়া গ্রামের হোসাইন মোল্লা (১৬), নগর রায়ের পাড়ার রতন রায় (৫০), শারমিন বেগম (৩৫), নয়ন মজুমদার (২২) এবং পৌরসভার মাস্টার পাড়ার নমিতা রানি (৪৫), চপলা রানি (৩৫), সন্তোষ সূত্রধর (৫৫), দীপালি সরকার (৪২) ও শিশু কনক শীল (৬)। আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়,পৌরসভার ১ নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় রোববার সন্ধ্যায় একজনকে কামড়ানোর পরে বিক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলেন। এ ঘটনার পর এলাকায় শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শিয়ালের কামড়ে আহত রতন কুমার রায় বলেন,সন্ধ্যার দিকে ধান মাড়াই করে ধানের বস্তা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলাম। তখন পেছন থেকে হঠাৎ একটি শিয়াল এসে কামড় দেয়। পরে শিয়ালের সঙ্গে লড়াই করে রেহাই পাই। একপর্যায়ে শিয়ালটি আরও দুজনের ওপর হামলা চালায়।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ,গত সপ্তাহে এক শিশুকে শিয়াল আক্রমণ করে মারাত্মক আহত করে এবং গবাদিপশুর ওপরও আক্রমণ করে। এসময় বাইরে থেকে ৩ হাজার টাকা দিয়ে ভ্যাকসিন কিনে নিতে হয়েছে। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতা ও হাসপাতালে ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানান তারা।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রুহুল আমিন জানান, শিয়ালের কামড়ের রোগীরা চিকিৎসা নিতে আসেন এবং প্রাথমিক সেবা দেয়া হলেও হাসপাতালে অ্যান্টি-রেবিস ভ্যাকসিনের সরবরাহ নেই, ফলে রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহ করে আনার পরই তাদের ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test