E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বড়াইগ্রামে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

২০২৪ নভেম্বর ০৪ ১৮:০৪:১৩
বড়াইগ্রামে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ, জরিমানা

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরে অভিযান চালিয়ে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। পরে আদালত নিষিদ্ধ পলিথিন ব্যাগ সংরক্ষণ করায় নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জন সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত পলিথিনের ব্যাগের মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না জানান, ১ নভেম্বর থেকে পলিথিন ব্যবহারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে অভিযান অব্যাহত আছে ও অভিযান চলবে।

বনপাড়া হাট-বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ জানান, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পলিথিন ও পলিপ্রপিলিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। এক্ষেত্রে আগেই কিনে রাখার কারণে নিরঞ্জন সু স্টোরে পলিথিনগুলো মজুদ ছিলো। তিনি সকল ব্যবসায়ীদের পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ বিক্রি ও ব্যবহার করার পরামর্শ দেন।

(এডিকে/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test