E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাভারে একসঙ্গে ৪ শিশুর জন্ম

২০২৪ নভেম্বর ০৪ ১৭:৫৫:১৭
সাভারে একসঙ্গে ৪ শিশুর জন্ম

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে একটি হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামের এক প্রসূতি। একসঙ্গে জন্ম দেওয়া ৪ জনই মেয়ে শিশু।

শনিবার (২ নভেম্বর) ভোর ৪ টারদিকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।

রবিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টারদিকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ডিউটি ম্যানেজার ইউসুফ আলী।

একসঙ্গে চার মেয়ের জন্ম দেওয়া ফারজানা বেগম নরসিংদী জেলার মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১টারদিকে ওই প্রসূতিকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে তার সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে শনিবার ভোর ৪টারদিকে সিজার করা হয়। এসময় তিনি ৪ কন্যাশিশু জন্ম দেন।

এ ব্যাপারে চার কন্যার জন্ম দেওয়া প্রসূতি কিংবা তার আত্মীয়-স্বজনরা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তবে ওই প্রসূতির সিজার করা চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার বলেন, সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছেন। চারজনই কন্যাসন্তান। তাদের মা ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। তাদের মঙ্গল কামনা করি।

(টিজি/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test