E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়’

২০২৪ নভেম্বর ০৩ ১৮:২১:৫৭
‘শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়’

ঈশ্বরদী প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগরি। অথচ তারাই আজ এদেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার। শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না করে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তথা এ জাতির উন্নয়ন সম্ভব নয়।’

রবিবার (৩ নভেম্বর) উপজেলার সাহাপুরে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সহকারী প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের সহকারী পরিদর্শক আজমত আলী, পাকশী রেলওয়ে ডিগ্রি কলজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস, বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক মুক্তার হোসেন প্রমূখ।

অবসরকালীন ভাতা উত্তোলনের জটিলতা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন জটিলতা নিরসনের অনুরোধ জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবন মান উন্নয়ন করা জরুরী। শিক্ষকদের সুযোগ সুবিধার উন্নয়ন করতে পারলেই শিক্ষার মান উন্নয়ন হবে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test