E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান 

২০২৪ নভেম্বর ০২ ১৮:১৬:২৯
নগরকান্দায় পেঁয়াজের আড়তে ভোক্তা অধিকারের অভিযান 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের ‌নগরকান্দায় পেয়াজের আরতে অভিযান‌ পরিচালনা করেছে ভোক্তা অধিকার। এ সময় একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকালে অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ‌ও সহকারি কমিশনার ভূমি
মো: মাসুম বিল্লাহ্, নগরকান্দা কর্তৃক নগরকান্দা উপজেলা পেঁয়াজ আড়তে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে আড়ত মালিক হিমায়েত ও মাহাবুব বিশ্বাসকে ৪০০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ কর্তৃক পেঁয়াজ আড়ত মালিক আশরাফ ঠাকুরকে ২০০০/- জরিমানা করা হয়েছে। টাস্কফোর্সে সর্বমোট ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০/- জরিমানা করা হয়। কৃষক পর্যায়ে পেঁয়াজ পাইকারী প্রতি কেজি ১১৫-১২০/- বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার দর সরবরাহ পরিস্থিতি তদারকিতে আড়ত পর্যায়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শিক্ষার্থী প্রতিনিধি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ান আনসারের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

(পিবি/এসপি/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test