E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মোংলা বন্দর এক জাহাজের ধাক্কায় অপর জাহাজ ক্ষতিগ্রস্ত, নিখোঁজ জেলের সন্ধানে অভিযান

২০২৪ নভেম্বর ০২ ১৭:৩৩:১২
মোংলা বন্দর এক জাহাজের ধাক্কায় অপর জাহাজ ক্ষতিগ্রস্ত, নিখোঁজ জেলের সন্ধানে অভিযান

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মোংলা বন্দরের পশুর চ্যানেলে শুক্রবার দিবাগত রাতে এ গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় থাকা কাঁকড়া ধরার নৌকায় ৬ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম (১৮) নামে নিখোঁজ এক জেলের সন্ধ্যানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। নিখোঁজ জেলের বাড়ী খুলনার লাউডোব এলাকায়। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোংলা বন্দরে অবস্থানরত বাংলাদেশী পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ জাহাজ থেকে ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে লইটার জাহাজ এমভি মিজান বন্দর চ্যানল দিয়ে যশোরের নোয়াপাড়া যাচ্ছিলো। এসময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ কয়লাবহী লাইটার জাহাজটি ধাক্কা দিলে ওই জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। খবর পেয়ে দ্রুত দূঘটনাস্ঘলে ছুটে গিয়ে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে। তবে এসময় ঢেউয়ের তোড়ে বন্দরের পশুর চ্যানেলে কাঁকড়া ধরা পাঁচজন জেলে নৌকায় থাকা ছিটকে নদীতে পড়ে যায়। এরমধ্যে ৫ জনকে উদ্ধার করা গেলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ হয়। নিখোঁজ জেলেকে উদ্ধারে শনিবার ভোর থেকে দুর্ঘটনাস্থলসহ পশুর চ্যানেলে অভিযান শুরু করে। তবে বিকাল ৩টা পর্যন্ত নিখোঁজ জেলেকে উদ্ধার করা যায়নি।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিকে উদ্ধারে মোংলা বন্দর কর্তৃক কোস্টগার্ডকে অবহিত করা পর শনিবার ভোর থেকে কোস্টগার্ডের দুইটি টহল বোট উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ জেলের সন্ধ্রান না পাওয়া পর্যন্ত কোস্টগার্ডের দুইটি টহল টিম সার্চ এন্ড রেস্কিউ অভিযান চরিয়ে যাবে।

এদিকে গ্যাসের জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা জানান, দূর্ঘটনার তার লাইটার জাহাজটির বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করা হয়েছে। তবে বরাদরের পশুর চ্যানেল স্বাভাবিক রয়েছে। নৌযান চলাচলে কোন ধরনের বাধা সৃষ্টি হয়নি।

(এসএস/এসপি/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test