E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রূপপুর এনপিপি’র রিজেক্টেড ইউরেনিয়াম ফেরত গেল রাশিয়ায়

২০২৪ নভেম্বর ০২ ১৬:৫২:২৫
রূপপুর এনপিপি’র রিজেক্টেড ইউরেনিয়াম ফেরত গেল রাশিয়ায়

ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) একটি রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে কড়া নিরাপত্তায় রূপপুর প্রকল্প এলাকা থেকে ঢাকায় পাঠানো হয়। 

শনিবার (২ নভেম্বর) সকালে বিশেষ বিমানে রিজেক্টেড এসেম্বল স্টিক ঢাকা থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে। রূপপুর এনপিপি’র প্রকল্প পরিচালক ড. জাহেদুল হাসানের উপস্থিতিতে রিপ্লেসমেন্ট স্টিক গ্রহন এবং রিজেক্টেড স্টিক ফেরত পাঠানো হয়।

ড. জাহেদুল হাসান জানান, গত বছর পর্যায়ক্রমে প্রথম ইউনিটের জন্য সাতটি চালানে মোট ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রাশিয়া থেকে রূপপুর প্রকল্পে পৌছে। প্রথম ইউনিটের স্টার্টআপ এখন চলমান রয়েছে। এই কার্যক্রমে সময় লাগে ৯ থেকে ১২ বার মাস। নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক হ্যান্ডেলিং এবং কাজ করার সময় একটি বাঁকা হয়ে যায়। যেটা আমরা রিজেক্ট করি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে রাশিয়া থেকে প্রথম ইউনিটের রিজেক্টেড এসেম্বল স্টিকের রিপ্লেসমেন্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে এটি ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে সফলভাবে ঈশ্বরদীর রূপপুরে পৌঁছে। শুক্রবার রাতেই রিজেক্টেড এসেম্বল স্টিক রাশিয়ায় ফেরত পাঠানোর জন্য ঢাকার উদ্দেশ্যে সড়কপথে পাঠানো হয়। শনিবার সকালেই এই রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রসংগত: প্রথম ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট সাতটি চালানে ১৬৮টি ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) এসেম্বল স্টিক রূপপুরে পৌঁছে। গত অক্টোবরেই প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০২৫ সালে প্রথম ইউনিটে এবং পরের বছরের মাঝামাঝিতে দ্বিতীয় ইউনিট চালু হওয়ার কথা রয়েছে। দুটি ইউনিটে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

(এসকেকে/এসপি/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test