E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা শুরু

২০২৪ নভেম্বর ০২ ১৬:০৪:১৭
নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নির্বাচনী প্রচারণা শুরু

নড়াইল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে (নড়াইল সদরের আংশিক ও লোহাগড়া) বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে এনপিপি লোহাগড়া উপজেলা যুব ফ্রন্টের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক মিথ্যা ও গায়েবী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল, র‍্যালী ও আলোচনা সভা শেষে নড়াইল-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ নির্বাচনী প্রচারণা শুরু করেন।

নির্বাচনী প্রচারণার সময় গণমাধ্যম কর্মীদের বলেন, দীর্ঘ ১৭ বছর আ.লীগ সরকারের বিরুদ্ধে জুলুম, অত্যাচার সহ্য করে আন্দোলন, সংগ্রাম, লড়াই করেছি। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী জোটের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করেছিলাম। এবারও নড়াইল-২ আসন থেকে জাতীয়তাবাদী জোটের পক্ষ থেকে নির্বাচন করবো। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার উন্নয়নে সর্বোচ্চ কাজ করার প্রত্যায় ব্যক্ত করেন এবং সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার অঙ্গিকার পুনঃব্যক্ত করেন। তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ২০১৮ সালে দল থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন এবারও তারা নমিনেশন পাবে। যারা আন্দোলন সংগ্রামে মাঠে ছিল এবং নির্যাতনের শিকার হয়েছেন তারাও নমিনেশন পাবে।

এসময় তিনি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সকল উপদেষ্টাদের নিকট দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানান।

এনপিপির সকল নেতা-কর্মী, সমর্থকদের উদ্যেশ্য তিনি আরও বলেন, বিগত দিনে সাধারণ জনগণের সাথে আ.লীগ যে অন্যায়, অত্যাচার, অবিচার করেছে তার দলের নেতাকর্মীরা যেন এমন কোন অন্যায় কাজ না করে।

নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এনপিপি কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত, এনপিপি নড়াইল জেলার সভাপতি শরিফ মনির হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ মোল্যা বদিয়ার রহমান, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি মোঃ মেহেদী হাসান প্রমুখ।

(আরএম/এএস/নভেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test